About Us

About Us

আপনার প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।( ভরসা হোম কেয়ার )।
আমরা জানি, আপনার প্রিয়জন আপনার কাছে আপনার জীবনের থেকেও বেশি মূল্যবান কিন্তু আপনার কর্ম ব্যস্ততা, প্রবাসে বসবাস কিংবা পারিবারিক সমস্যা সহ নানা কারণে আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয়জনের সেবা করার সুযোগ হয়ে ওঠেনা। আপনার অসু’স্থ বৃদ্ধ প্রিয়জনের নিরপত্তা এবং সুস্থতা নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হয়। সেই মানবিক মূল্যবোধ থেকে আমরা ভরসা হোম কেয়ার (নার্সিং হোম সার্ভিস) দীর্ঘ ৪ বছর যাবৎ আপনার প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের পরিচর্যার করে থাকি। প্রয়োজনে আপনার নিজ বাসায়/বাড়িতে ১২ /২৪ ঘণ্টা সেবা প্রদান করে আসছি। আমাদের সার্ভিস আপনার প্রিয়জন, বয়ঃবৃদ্ধ ও অসুস্থ মানুষদের পরিচর্যা ও দেখাশুনা করা। আপনার প্রয়োজনে আমরা সার্বক্ষনিক আপনার পাশে আছি।
আমরা যে সমস্ত রোগীদের সেবা দিয়ে থাকি।
০১। অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা (ডিমোনেশিয়া রোগী)।
০২। শারী”রিক মান’সিক ভারসাম্যহীন বৃদ্ধ-বৃদ্ধা।
০৩। চলাফেরায় অক্ষম এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৪। দীর্ঘ দিন হাসপাতালে চিকি’ৎসাধীন (আইসিইউ, সিসিইউতে) ভর্তি থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের।
০৫। চিকি’ৎসা সর’ঞ্জাম (মেডিকেল ডিভাইস) শরীরে বহনকারী বৃদ্ধ-বৃদ্ধাদের।
০৬। শরী’রে ক্ষ’ত, ঘা, পচ’ন সৃষ্টি হয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৭। দীর্ঘ দিন যাবত অজ্ঞান অবস্থায় বিছানায় চিকি’ৎসাধীন রয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
#আমাদের সেবা সমূহ:
✔ নার্স : আপনাদের প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের সেবা বা পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ১২/২৪ ঘণ্টা দীর্ঘ মেয়াদী নার্সিং সেবা প্রদান করে।
✔ আয়া/ওর্য়াডবয় : আপ’নার বৃদ্ধ/অসুস্থ পিতা-মাতা বা প্রিয়জনের পরিচর্যার প্রয়োজনে আয়া/ওয়ার্ডবয় ১২/২৪ ঘন্টা সার্ভিস দেয়া হয়।
✔ ফিজি’ওথেরাপি : প্রশিক্ষিত ও সুদক্ষ ফিজি’ওথেরাপিষ্ট দ্বারা সকল প্রকার ফিজি’ওথেরাপি বাড়িতে গিয়ে প্রদান হয় ।
✔ মেডি’সিন : সকল প্রকার জরুরী জীবন রক্ষাকারী মেডিসিন বাড়িতে সরবরাহ করা হয়।
✔ চিকি’ৎসা সর’ঞ্জাম : যেমন অক্সিজেন সিলিন্ডার, ডায়া’বেটিস মেশিন, লেবুলাইজার মেশিন, ব্লাড প্রেসার মেশিন, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, ছাকার মেশিন, হুইল চেয়ার, এয়ারমেট্রেসসহ সকল প্রকার চিকি’ৎসা সেবা সর’ঞ্জাম বাড়িতে সরবরাহ করা হয়।
✔ জরুরী প্রয়োজনে : আমরা ডিপ্লোমা নার্স দ্বারা সকল প্রকার আই-ভি ক্যানোলা, আই-ভি এন্ড এম ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, সকল প্রকার ড্রেসিং, ক্যাথেটার, এনজিটিউব,
সার্ভিস #এরিয়া: সকল সেবা ঢাকা সিটিতে প্রধান করে থাকি ।ঢাকার বাহিরে সুধু মাএ ২৪ ঘন্টার সেবা প্রাধান করে থাকি।
#সার্ভিস চার্জ:
✔ প্রশিক্ষণপ্রাপ্ত ডিপ্লোমাধারী নার্স প্যারামেডিকস ১২ঘণ্টার জন্য ৮০০ টাকা।
✔ শিক্ষনবিস ডিপ্লোমা নার্স প্যারামেডিকস ১২ ঘণ্টার জন্য ৭০০ টাকা।
✔ প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন আয়া/ওয়ার্ড বয় ১২ ঘণ্টার জন্য ৬০০ টাকা।
✔ অনভিজ্ঞ আয়া /ওয়ার্ডবয় ১২ঘন্টার জন্য ৫০০টাকা
ভরসা হোম কেয়ার
#ফোন করুন -+৮৮০১৭১০৫৬৭৪৯৬-+৮৮০১৮৮৫৬৬০৭৪৯
#যোগাযোগ– বাসাঃ রোড নং-১৪ বাসানং-৯ রূপনগর আবাসিক এলাকা মিরপুর, ঢাকা-১২১৬।
01710567496